বাড়ির সামনে প্রাইভেটকারের ধাক্কায় মা ও শিশু নিহত
বাড়ির সামনে প্রাইভেটকারের ধাক্কায় মা ও শিশু নিহত
বগুড়ার শাজাহানপুরে বাড়ির সামনে মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় মা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার রানীরহাটের জোড়া বটতলায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার আশেকপুর পশ্চিমপাড়ার কৃষক শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) ও তার শিশুকন্যা আয়েশা খাতুন (৫)।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী জানান, চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তিনি গোপনে কোথায় চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানায়, শিপন আলীর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাটের জোড়া বটতলায় মহাসড়কের পাশে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মা দোলেনা বেগম ও মেয়ে আয়েশা খাতুন বাড়ির কাছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বগুড়া-নাটোর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নাটোর ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মা-মেয়েকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী জানান, নিহত মা ও মেয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কার জব্দ করা হয়েছে। এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`