মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মমতার জন্য ১২০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

২২:০৫, ১২ জুন ২০২৩

২৮২

মমতার জন্য ১২০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য ২৪০টি কার্টনে ১২০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসাবে পাঠিয়েছেন। সোমবার দুপুর ১২টায় বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি গেটের নোম্যান্সল্যান্ডে এর খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়। 

এর আগে সকালে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে উপহারের আম পৌঁছায়। বন্দরে আমগুলো গ্রহণ করেন ভারতে নিযুক্ত কলকাতায় বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন তিনি। এ সময় বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজের এসিস্টেন্ট কমিশনার গিরিধারি সারেঙ্গি উপস্থিত ছিলেন। 

ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালি অধ্যায় পার হচ্ছে তারই স্মারক হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও মমতা ব্যানার্জির জন্য আম উপহার পাঠালেন। এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে বলে আমরা আশা করি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত