৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বগুড়া, ফরিদপুর ও দিনাজপুরে সোমবার (১০ জুন) সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।
নিহতরা হলেন রাজশাহীর বাঘার হরিরামপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে শাহাবুল ইসলাম (২৪), ফরিদপুরের সদরপুরের কাচারিডাঙ্গী গ্রামের মালেক মাতুব্বরের ছেলে হানিফ মাতুব্বর (৪০), সদরপুরের ঢেউখালী ইউনিয়নের ইউনুস বেপারীর ছেলে মো. জহিরুল বেপারী (৩০) ও বগুড়ার নবাবগঞ্জের আফতাবগঞ্জ পলিমির্জাপুর গ্রামের বুদু মিয়ার ছেলে হামিন রহমান (৪০)।
বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন।
এদিকে, ফরিদপুরের সদরপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, সকালে সদরপুর থেকে একটি করিমন কৃষ্ণপুর বাজারের দিকে যাওয়ার সময় কাটাখালী বাজারের পাশে বিপরীতদিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে করিমনটি উল্টে যায়। এ সময় চালক করিমনের নিচে পরে নিহত হন। এছাড়া শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দ্রপাড়া বাজার ঘাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. জহিরুল বেপারী নামে এক যুবক নিহত হয়েছেন।
অন্যদিকে, দিনাজপুরের ফুলবাড়ীতে লোহার পাইপ বোঝাই ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানান, শনিবার সকালে লিচু আনার জন্য হামিন রহমান তার অটোরিকশা নিয়ে চিরিরবন্দর যাওয়ার পথে ফুলবাড়ীর পুটকিয়া এলাকায় দিনাজপুরগামী একটি ট্রাক অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক হামিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`