বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাতারবাড়ী বন্দরে ভিড়ল ৬৩ হাজার টন কয়লার জাহাজ

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:১৪, ২৫ এপ্রিল ২০২৩

৪৮৬

মাতারবাড়ী বন্দরে ভিড়ল ৬৩ হাজার টন কয়লার জাহাজ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে সর্বপ্রথম ৬৩ হাজার টন কয়লা নিয়ে পানামা পতাকাবাহী বিশাল আকৃতির জাহাজ ভিড়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের গভীর সমুদ্রবন্দরের জেটিতে 'অশো মারো' নামে এ বিশাল জাহাজ এসেছে।

মাতারবাড়ি বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কয়লাবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনের জন্য ৬৩ হাজার টন কয়লা নিয়ে পানামা পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়া থেকে গত ১৪ এপ্রিল রওনা দেয়। ১২ দিন পর আজ দুপুর ২টার দিকে মাতারবাড়ি বন্দরের কাছাকাছি আসলে ৪টার দিকে জেটিতে নোঙর করে।

এ সময় জাহাজের ক্যপ্টেন রসোকে ফুলের তোড়া দিয়ে স্বগত জানান মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের এমডি আবুল কালাম আজাদ, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দারসহ সংশ্লিষ্টরা।

এমপি আশেক উল্লাহ রফিক বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণামতে নির্দিষ্ট সময়ে কয়লা নিয়ে জাহাজ এসেছে। এই বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুরোদমে চালু হলে দেশের অর্থনীতিসহ পাশাপাশি বেশ কয়েকটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের এমডি আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য এই প্রথম ৬৩ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে পানামা পতাকাবাহী জাহাজ এসেছে। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে মাসে একটি করে বিদেশি জাহাজ কয়লা নিয়ে আসবে।

প্রসঙ্গত, পরীক্ষামূলকভাবে আমদানি করা কয়লা নিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে এবং আগামী ডিসেম্বরে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাবে কর্তৃপক্ষ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত