বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবারও বাড়তে পারে গরম

স্টাফ করেসপন্ডেন্ট

০০:১৫, ২৫ এপ্রিল ২০২৩

৩১৮

আবারও বাড়তে পারে গরম

বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় তাপমাত্রা কমে আসায় গরমের অতিষ্ঠ অবস্থা থেকে মুক্তি মিললেও তা আবার বাড়ার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া আর কিছুটা বৃষ্টির দাপট থাকতে পারে। তবে আগামীকাল সকাল থেকে আবারও রোদ বেড়ে গিয়ে গরম কিছুটা বাড়তে পারে। দুই দিন এ ধরনের আবহাওয়া থাকার পর বুধবার থেকে আবারও বৃষ্টি বাড়তে শুরু করবে। 

এর মধ্যে আজ থেকে আগামী কয়েক দিন বজ্রপাত থাকতে পারে। বিশেষ করে হাওর এলাকায় বজ্রপাতের পরিমাণ বছরের এই সময়টাতে বেশি থাকে, আগামী কয়েক দিন বজ্রপাত বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে, সোমবার বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের ২০ জেলায় ঝড়ের সতর্কবার্তার পাশাপাশি নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সারাদেশেই বিক্ষিপ্তভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে।

টানা তাপদাহের পর এখন থেমে থেমে গ্রীষ্মের ঝড়ো হাওয়ার মধ্যে সামান্য বৃষ্টি ঝরছে দেশের বিভিন্ন স্থানে; আবহাওয়ার পূর্বাভাসে ঝড়বৃষ্টির আভাসও রয়েছে। তবে একই সঙ্গে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসও বাড়ার কথা জানানো হয়েছে পূর্বাভাসে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত