বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কক্সবাজারে ডুবন্ত ট্রলারে মিলছে একের পর লাশ

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:২০, ২৩ এপ্রিল ২০২৩

৩৫২

কক্সবাজারে ডুবন্ত ট্রলারে মিলছে একের পর লাশ

কক্সবাজারে ডুবন্ত ট্রলারের কোল্ডস্টোর (মাছ রাখার বিশেষ স্থান) থেকে মিলছে একের পর এক অর্ধগলিত মরদেহ। বঙ্গোপসাগরে ডুবে থাকা নামহীন ট্রলারটি কক্সবাজারের নাজিরারটেক উপকূলে নিয়ে আসার পর কাল্ডস্টোর চেক করতে গিয়ে মরদেহ পায় স্থানীয়রা।

রোববার (২৩ এপ্রিল) বিকেল তিনটা পর্যন্ত ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল জানান, সাগরে ভাসমান একটি ট্রলার দেখে অপর একটি ট্রলার শনিবার ভোরেই নাজিরারটেক মোহনার তীরে নিয়ে আসে। ভাটা হওয়ার পর সন্ধ্যায় কোল্ডস্টোর চেক করতে গিয়ে মানুষের পা দেখতে পাওয়া যায়। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। রাতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

পরে আজ রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার শুরু হয়। বিকেল তিনটা পর্যন্ত ১০ জনের মরদের বের করা সম্ভব হয়। অর্ধগলিত হওয়ায় কাউকে ভালোমতো চেনা যাচ্ছে না। আরও মরদেহ রয়েছে কিনা তা নিশ্চিত হতে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

কক্সবাজার দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ মোনায়েম বিল্লাহ জানান, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ট্রলারটির কোল্ডস্টোর থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও আছে কিনা তা খতিয়ে দেখতে উদ্ধার ততপরতা চলমান রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত