বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আধিপত্য নিয়ে ঈদগাহ রণক্ষেত্র, নিহত ১

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:০৬, ২২ এপ্রিল ২০২৩

৩০০

আধিপত্য নিয়ে ঈদগাহ রণক্ষেত্র, নিহত ১

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঈদগাহ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন।

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৪০) জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত অর্ধশতাধিক লোকজনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। 

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকালে জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহে বিবদমান দুটি গ্রুপের লোকজন মুখোমুখি হয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে  দুইপক্ষের লোকজনই উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে  সংঘর্ষে জড়িয়ে পরে। রণক্ষেত্রে পরিণত হয় ঈদগাহ ময়দান এলাকা। 

হোসেনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, সংঘর্ষের পর শুধুমাত্র ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এবং  দুইজনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত