বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নরসিংদীতে সড়ক দুূর্ঘটনায় নিহত ১, আহত প্রায় ৩০

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:৩০, ২১ এপ্রিল ২০২৩

২৮৬

নরসিংদীতে সড়ক দুূর্ঘটনায় নিহত ১, আহত প্রায় ৩০

নরসিংদী জেলার শিবপুরে  আজ সকালে যাত্রীবাহী বাস, মিনিবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন(২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুুর্ঘটনায় আহত হয়েছেন  প্রায় ৩০ জন। সকাল ৭ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে কারারচর বৈশাখী স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন রূপগঞ্জ উপজেলার ফকির কটন মিলের শ্রমিক। সে কিশোরগঞ্জ জেলার সামসুর মিয়ার ছেলে। ঈদের ছুটিতে স্বজনদের সাথে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

 পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদীর ভেলা নগর ব্রিজ পার হয়ে কারাচর বৈশাখী স্পিনিং মিলের সামনে আসলে বিপরীত দিক থেকে আল গাজ্জালী নামে অপর একটি যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মুরগিবাহী অপর একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় পতিত ওই দুটি গাড়ীকে ধাক্কা দেয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠলে সেখানে মনির হোসেন  মারা যান। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হয়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,দুর্ঘটনার খবরে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে সড়কের দুইপাশের যানঝট স্বাভাবিক হয়ে আসে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত