কুমিল্লায় বিএনপির ১৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২২
কুমিল্লায় বিএনপির ১৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২২
কুমিল্লায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ১৭৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদের মধ্যে ২২ জনকে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে কোতোয়ালি মডেল থানার এসআই আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন।
জানা যায়, কুমিল্লার টাউন হলে যুবদলের প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য বন্ধ রাখতে পুলিশের পক্ষ থেকে আয়োজকদের বলা হয়। কিন্তু বক্তব্য সম্প্রচার বন্ধ না করে বিএনপি-যুবদল নেতা-কর্মীরা পুলিশের কাজে বাধা দেয় এবং আক্রমণ চালিয়ে পুলিশ সদস্যদের আহত করে।
এ সময় ঘটনাস্থল থেকে ৫৫টি ইটের টুকরা, ৩৭টি পাথরের টুকরা ও ১৪টি কাঁচা বাঁশের লাঠি উদ্ধার করা হয়। তবে বিএনপি নেতাদের দাবি, ইফতারের সময় ঘটনাস্থলে এসবের কিছুই ছিল না।
এ অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিক উর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা রেজাউল কাইয়ুম, হাজী জসিম উদ্দিনসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর রশীদ ইয়াছিন বলেন, যুবদলের প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানের জন্য পুলিশ-প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছিল। শান্তিপূর্ণ অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্য চলাকালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর বাঁশ বা লাঠি দিয়ে আক্রমণ করার ঘটনা না ঘটলেও রাজনৈতিকভাবে হয়রানির জন্য এ মামলা করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি আহমদ সনজুর মোরশেদ বলেন, যুবদলের ইফতার অনুষ্ঠানে বাধা দেওয়া হয়নি। বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য প্রচার করতে পুলিশ বাধা দিয়েছিল। এতে নেতা-কর্মীরা পুলিশের ওপর আক্রমণ করে। এ মামলায় গ্রেপ্তার ২২ জনকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`