বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-করকমিশনার আটক 

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:৩৮, ৪ এপ্রিল ২০২৩

৩৩২

ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-করকমিশনার আটক 

রাজশাহী আয়কর অফিসে অভিযান চালিয়ে উপ-করকমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তার কাছ থেকে ঘুষের ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কর অফিসে অভিযান চালানো হয়। দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, অভিযানের সময় দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটে। উপ-করকমিশনার মহিবুলের ইসলাম ভূঁইয়ার কার্যালয়ে দুদক অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীরা দরজা ভেঙে বাধা প্রদানের চেষ্টা করেন। একপর্যায়ে তাদের মধ্যে হামলা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপ-করকমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়া বলেন, ফাতেমা সিদ্দিকা নামের এক চিকিৎসক ২৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ নিয়ে কাজ করতে গেলে তিনি (ডা. ফাতেমা) তাকে ফাঁসিয়েছেন। ডা. ফাতেমা ১০ লাখ টাকা ও দুদকের কর্মকর্তাদের অফিসে নিয়ে এসে সাজানো অভিযানে আটক করেছেন। দুদক কর্মকর্তারা মারধরও করেছে তাকে।

দুদক কর্মকর্তা কামরুল আহসান বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। মঙ্গলবার ঘুষের প্রথম কিস্তির ১০ লাখ টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। আটক কর কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত