বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শরীয়তপুরের ২০ গ্রামে রোজা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শরীয়তপুর

১১:৩৯, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১১:৪০, ২৩ মার্চ ২০২৩

৫১২

শরীয়তপুরের ২০ গ্রামে রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের অন্তত ২০ গ্রামের মানুষ বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে পবিত্র রোজা পালন করছেন। জেলার সুরেশ্বর, কেদারপুর, হালৈসার, চাকধো, চন্ডিপুরসহ ২০ গ্রামের মানুষ বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে তারাবির নামাজ পড়েন এবং বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেন।

শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা দীর্ঘ দিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান ও দুটি ঈদ পালন করে আসছে।

সুরেশ্বর দরবার শরীফের গদিনশিন পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নুরী জানান, বিগত ১০০ বছর ধরে সুরেশ্বরের ভক্ত আশেকানা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছে। চাঁদ কিন্তু একটাই, তাই পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা সেটাকেই অনুসরণ করে থাকি। আমাদের ভক্ত আশেকানসহ আমরা গতরাতে তারাবি নামাজ আদায় করেছি এবং আজ থেকে রোজা পালন শুরু করেছি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত