বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৮ মোটরসাইকেলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ

১৩:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৩:০৬, ১১ ফেব্রুয়ারি ২০২৩

৪০৭

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৮ মোটরসাইকেলে আগুন

সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। ইউনিয়ন পর্যায়ে দল দুটির কর্মসূচির দিন শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাইকগুলো নিজেদের বলে দাবি করেছে আওয়ামী লীগ। বিএনপি কর্মীরা বাইকগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে বলে আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ।

কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, সকালে পাইকপাড়া বাজারে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন তাদের নেতাকর্মীরা। এ সময় বিএনপি কয়েক শ নেতাকর্মী তাদের ওপর হঠাৎ হামলা চালায়। বাজারে ভাঙচুর ছাড়াও পুড়িয়ে দেওয়া হয় তাদের আটটি মোটরসাইকেল।

আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের দাবি, ইউনিয়ন পর্যায়ে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করতেই আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেরাই এমন ঘটনা ঘটিয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর সুমন দাস জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত