বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সহপাঠীর হাতে ‘খুন’ হন পলিটেকনিকের ছাত্রী জেসমিন: র‌্যাব

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৩

৪০২

সহপাঠীর হাতে ‘খুন’ হন পলিটেকনিকের ছাত্রী জেসমিন: র‌্যাব

যশোরে নিখোঁজের ১০ দিন পর সেফটি ট্যাংকের ভেতর থেকে জেসমিন আক্তার পিংকি (১৮) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ করা হয়েছে। সহপাঠীর হাতে খুন হয়েছেন বলেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান। 

জেসমিন আক্তার পিংকি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাজিরহাট কাওরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর কোম্পানি লে কমান্ডার এম নাজিউর রহমান।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে শার্শা উপজেলার বুরুজবাগান এলাকার আহসান হাবিবের বাড়ির পশ্চিমপাশে সেফটি ট্যাংকি থেকে জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে জেসমিনের হত্যাকারী একই এলাকার আকবর আলীর ছেলে আহসান কবির অংকুর (১৮) নামে জেসমিনের এক সহপাঠীকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, জেসমিন ও জেসমিনের হত্যাকারী অংকুর উভয়ই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রেমের সম্পর্কের অবনতি হওয়ায় জেসমিনকে আসামি অংকুর কৌশল করে তার বাড়িতে নিয়ে আসে। আনুমানিক ৯-১০ দিন আগে গলা কেটে হত্যা করে জনশুন্য বাড়ির পশ্চিমপাশে সেফটি ট্যাংকের মধ্যে ফেলে দেয়।

তিনি আরও জানান, জেসমিন নিখোঁজ হওয়ার পর জেসমিনের পিতা যশোর কোতোয়ালি থানায় একটি জিডি করেন। পরবর্তীতে শুক্রবার লাশ উদ্ধার করাসহ আসামিকে র‌্যাব গ্রেফতার করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত