বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, স্বাভাবিক জীবনের ছন্দপতন

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৪১, ৪ জানুয়ারি ২০২৩

২৮২

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, স্বাভাবিক জীবনের ছন্দপতন

দেশের বগুড়াসহ উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। স্বাভাবিক জীবনের ছন্দ পতন ঘটেছে। শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

সূর্য পশ্চিমের ঢলে পড়তে না পড়তেই ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে জনপদ। সারারাত কুয়াশার বৃষ্টি পড়ছে।  কুয়াশার চাদর  ঠেলে সকালে সূর্য বের হতে পারছেনা। সারাদিন সূর্যের দেখা পাওয়া না গেলেও বিকেলে সূর্য সামান্য উঁকি দিলেও সেই সূর্যের উত্তাপ যেন গায়ে লাগে না।  

বগুড়াসহ উত্তরাঞ্চলের কোন কোন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাতে শীতে মানুষ ঘর ছেড়ে বের হতে পারছে না। সব চেয়ে বেকায়দায় পড়েছে শ্রমজীবী মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা সদর ও বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রী প্রদত্ত কম্বল বিতরণ করা হচ্ছে।

জেলা আবহাওয়া অফিস জানায়, বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা সর্ব নি¤œ তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতে শীতের তাপমাত্রা আরো কমবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। রাতে কুয়াশার কারনে রাত্রীকালীন গাড়িগুলো ধীর গতিতে চলছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত