বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:৪১, ৭ ডিসেম্বর ২০২২

২৮৯

রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত

ছবি: প্রতীকি
ছবি: প্রতীকি

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিলফুরুস বেগম ও পুত্রবধূ নাসিমা আকতার।

রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে বৃষ্টি না হলেও অসময়ে কেন পাহাড় ধস, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, কী কারণে এই পাহাড় ধস তা খতিয়ে দেখা হবে। আপাতত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। 

প্রতক্ষ্যদর্শীরা জানান, আজিজুর রহমান ও তার পরিবার ওই বাড়িতে রান্না ঘরে বসে রাতের খাবার খাচ্ছিলেন। এমন সময় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে তাদের ঘরটি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মাটির নিচ থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেন। মাটির নিচে আর কেউ আছে কি না তা দেখার জন্য কাজ চলছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত