রাজশাহী থেকে কক্সবাজারের ফ্লাইট চালু
রাজশাহী থেকে কক্সবাজারের ফ্লাইট চালু
অবশেষে রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে নভোএয়ারের প্রথম ফ্লাইট ছেড়ে যায়।
সরাসরি বিমান চলাচল উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কেটে, বিমানে ওঠার আগে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং মোনাজাত করে বিমান চলাচল উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনি, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, মেয়র লিটনের মেয়ে আনিকা ফারিহা জামান অর্ণা, জামাতা রেজভী আহমেদসহ নভোএয়ার ও বিমানবন্দরের কর্মকর্তারা।
নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। আর রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। যাতায়াতে সময় লাগবে দেড় ঘণ্টা। এই রুটে টিকিটের সর্বনিম্ন মূল্য ৫ হাজার ৯০০ টাকা।
এই রুটে নভোএয়ারের ফ্লাইটে বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। দুজনের জন্য রিটার্ন টিকিট কিনলে কক্সবাজারে তিন রাত ও চার দিন ফ্রিতে থাকা যাবে হোটেলে।
ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের সাতটি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। এগুলো হলো দি কক্স টুডে, সিগাল হোটেল, লংবিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি টেরেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট, যশোর ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। এর সঙ্গে নতুন রুট হিসেবে যুক্ত হলো রাজশাহী-কক্সবাজার।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`