বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফরিদপুর-২ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:০৬, ৫ নভেম্বর ২০২২

৪৬৬

ফরিদপুর-২ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে শনিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ‘নির্বাচনে ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।

এ আসনে মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ৪৭২জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৮৩ হাজার ৬৯০জন। ভোট প্রদানের হার ২৬ দশমিক ২৭ শতাংশ।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য  সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু হয়। ১৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। এরপর ২৫ সেপ্টেম্বর এ আসনে নির্বচানের তফসিল ঘোষণা করা হয়। সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত