বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৪ ভারতীয় নাগরিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ

১৩:৪৮, ২৮ অক্টোবর ২০২২

৩৬০

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৪ ভারতীয় নাগরিক আহত

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে ট্রেনের ধাক্কায় ৪ মাইক্রোবাস আরোহী আহত হয়েছে। আহত সবাই ভারতীয় নাগরিক।

আহতরা হলেন- ভারতের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগনা জেলার গাইযাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তরাপদ সরকারের ছেলে অনিমেশ সরকার, উত্তর চব্বিশপরগনা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিকে মাইক্রোবাসে যাবার পথে রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের(টুঙ্গিপাড়া এক্সপ্রেস) ধাক্কায় মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। আহতরা কীর্ত্তণ দলের সদস্য, তারা ভারত থেকে ভোমরা স্থলবন্দর এলাকা দিয়ে মাইক্রোবাসে চড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে কীর্ত্তণ পরিবেশণের জন্য যাচ্ছিলেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিরসার মেহেদী হাসান জানিয়েছেন, আহতরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গার ত্রিনাথ পালের বাড়িতে কীর্ত্তণ পরিবেশন করতে যাচ্ছিলেন, পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত