বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খুলনায় বাসের পর লঞ্চ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, খুলনা

১৪:১৯, ২১ অক্টোবর ২০২২

৩৭৫

খুলনায় বাসের পর লঞ্চ বন্ধ

খুলনায় বাসের পর শুরু হয়েছে লঞ্চ ধর্মঘট। শুক্রবার (২১ অক্টোবর) সকালে খুলনা লঞ্চ টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছাড়তে বা ভিড়তে দেখা যায়নি।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে তারা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছেন। ধর্মঘটে এই রুটে চলাচলকারী ১৫টি লঞ্চ বন্ধ রয়েছে।

এদিকে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতির নির্দেশে শুক্রবার সকাল থেকে আন্তঃজেলায় সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার পর্যন্ত বাস বন্ধ থাকবে।

ঘোষণা অনুযায়ী, খুলনা অঞ্চলের অন্তত ১৮ রুটের কোনোটিতে বাস চলতে দেখা যায়নি। কোনো বাস ঢাকার উদ্দেশেও ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন জেলা-উপজেলার বিএনপি নেতাকর্মীসহ সাধারণ যাত্রীরা। সাপ্তাহিক ছুটির দিন হলেও অনেকে জরুরি প্রয়োজনে বেরিয়ে যানবাহন না পেয়ে বিপাকে পড়েছেন।

তবে বিএনপির অভিযোগ, শনিবার বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে বাস ও লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে ভেঙে ভেঙে খুলনায় আসতে হচ্ছে নেতাকর্মীদের। পথে পোহাতে হচ্ছে নানা রকম ভোগান্তি।

এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেন, ‘আগামীকাল শনিবার নগরীর সোনালী ব্যাংক চত্বরে আমাদের গণসমাবেশ। সমাবেশে নেতাকর্মীরা যেন আসতে না পারে, তাই গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অকারণে তাদের আটক করা হচ্ছে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত