বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল

২২:৫৫, ২ সেপ্টেম্বর ২০২২

৪২২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলার সদর উপজেলায় আজ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি-চালিত অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ঘাটাইল উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের স্ত্রী নুসরাত জাহান হিমু (৩০) এবং জেলার গোপালপুর উপজেলার উত্তর বিলডোবা গ্রামের মৃত নঈম আলী মন্ডলের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলাম (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিমু তার শাশুড়ি ফরিদা বেগমকে চিকিৎসক দেখানোর জন্য ঘাটাইল থেকে সিএনজি-চালিত অটোরিকশাযোগে টাঙ্গাইল সদরে যাচ্ছিলেন। অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলামও ওই  অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের বহনকারি অটোরিকশাটি ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল নিহত হন।

অপরদিকে, নুসরাত জাহান হিমু ও তার শাশুড়ি ফরিদাসহ তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে, শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হিমুকে ঢাকার নেওয়ার পথে তিনি মারা যান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নবীন সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত