বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউএনও মাহমুদাকে এবার চট্টগ্রামে বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোণা

১৬:৪৮, ২৭ আগস্ট ২০২২

৪৬৪

ইউএনও মাহমুদাকে এবার চট্টগ্রামে বদলি

শতবর্ষী সরকারি খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ ও সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দেওয়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমকে এবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

এর আগে গত বুধবার (২৪ আগস্ট) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. খবিরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে কেন্দুয়ার পাশের উপজেলা মদনে বদলি করা হয়েছিল।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৩ আগস্ট ভোররাতে উপজেলার বলাইশিমুল গ্রামের শতবর্ষী সরকারি খেলার মাঠের কিছু অংশে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ নিয়ে ওইদিন বিকেলে প্রেস ব্রিফিং করেন ইউএনও মাহমুদা বেগম। সেখানে ইউএনওর বক্তব্য ভিডিও ধারণ করেন দৈনিক সংবাদ ও ডেইলি অবজারভারের প্রতিনিধি এবং কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য হুমায়ূন কবীর। পরে তিনি সেই ভিডিও তার ফেসবুক আইডিতে পোস্ট করলে সন্ধ্যায় ইউএনও তাকে ফোন করে হুমকি-ধমকি দেন। তিনি সাংবাদিক হুমায়ুন কবীরকে আশ্রয়ণের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় জড়ানোরও হুমকি দেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত