বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কিশোরগঞ্জ

১৬:১২, ২৬ আগস্ট ২০২২

৪৫১

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পাওয়ার হাউজ হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬) , সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে সড়কের পাশে থেকে আবদুল্লা নামে এক যুবক সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভিতরে গরুর খামারে বসাচ্ছিলেন। এসময় খুঁটিটি বিদ্যুতের মেইন তারে লেগে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের প্রাণহানি হয়েছে। 

এই ঘটনায় আহতরা হলেন, ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে গরুর খামার মালিক আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় ( ১৩)।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট তিনজনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত