এবার প্রেমের টানে দিনাজপুরে অস্ট্রিয়ান যুবক
এবার প্রেমের টানে দিনাজপুরে অস্ট্রিয়ান যুবক
প্রেমের টানে বাংলাদেশে দিনাজপুর শহরের আব্দুল রাজ্জাকের মেয়ে রুম্পার কাছে ছুটে এসেছেন অস্ট্রিয়ান নাগরিক অ্যাড্রিয়ান বারিসো নিরা।
৭ আগস্ট ঢাকা আসেন এই নাগরিক এবং ৮ আগস্ট ঢাকা থেকে দিনাজপুরে আসেন। ৯ আগস্ট রাতে দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে রুম্পাকে বিয়ে করেন তিনি।
জানা যায়, ২০১৯ সালে বাংলাদেশের মেয়ে রুম্পার সঙ্গে আমেরিকায় অ্যাড্রিয়ানের দেখা হয়। সেখানে তাদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের নিয়মিত যোগাযোগ হতে থাকে। এর পরে দুজন দুজনকে ভালো বাসতে শুরু করেন। দুই পরিবার কথাবার্তার মাধ্যমে ২০২০ সালে তাদের বিয়েতে সম্মত হলেও করোনার কারণে বাংলাদেশে আসা হয়নি। শেষে এই আগস্ট বাংলাদেশে এসে রুম্পাকে বিয়ে করলেন অ্যাড্রিয়ান বারিসো নিরা।
রুম্পা বলেন, অ্যাড্রিয়ান একজন মুসলিম এবং অনেক ভালো মনের মানুষ। আমার পরিবার তার আচার-ব্যবহারে খুবই খুশি। অ্যাড্রিয়ান একজন প্রকৌশলী। আমি দেশবাসীর নিকট দোয়া চাই আমরা যেন সারাজীবন একসঙ্গে থাকতে পারি। আশা করছি, কিছুদিনের মধ্যেই আমি আমার স্বামীর সাথে অস্ট্রিয়ায় চলে যাবো এবং সেখানে তার সাথে সংসার করবো।
অস্ট্রিয়ান নাগরিক অ্যাড্রিয়ান বারিসো নিরা বলেন, ২০১৯ সালে বাংলাদেশের মেয়ে রুম্পার সাথে পরিচয় হয়। দীর্ঘ ৪ বছর যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যোগাযোগ হতো, সেখান থেকে মনের আদান-প্রদান। নিজ দেশ থেকে ভালবাসার টানে ছুটে এসে তাকে বিয়ে করেছি এবং তাকে বিয়ে করে নিজেকে অনেক সুখি মনে হচ্ছে। স্ত্রীর পাশাপাশি বাংলাদেশের মাটি-মানুষ, সবুজে ঘেরা ধানের মাঠ এবং আবহাওয়া অনেক ভাল লেগেছে। রুম্পাকে নিয়ে দ্রুত নিজ দেশে ফিরে যাবো।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`