বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বগুড়ায় কার-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৩:০৮, ১৬ জুলাই ২০২২

আপডেট: ১৩:০৯, ১৬ জুলাই ২০২২

৩৬৩

বগুড়ায় কার-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় প্রাইভেটকার ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে  ৪ জন নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কাহালু উপজেলায় কালিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন– নওগাঁর ধামুইরহাটের জগৎনগর এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবদুর রহমান (৩৫)। শাকিল (২০) নামে গুরুতর আহত একজন একই এলাকার মিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁর ধামুইরহাট থেকে একটি প্রাইভেটকার বগুড়ার দিকে আসছিল। সকাল সাড়ে ৮টার দিকে কারটি বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় পৌঁছে। সে সময় নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে কারটিকে ধাক্কা দেয়। এতে কারটি গুঁড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই তিন জন নিহত এবং দুজন গুরুতর আহত হন। গুরুতর আহত আবদুর রহমান ও শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমান মারা যান।

এএসআই লালন হোসেন জানান, এক স্বজনের চিকিৎসার জন্য নওগাঁর ধামুইরহাট থেকে প্রাইভেটকারে হতাহতরা বগুড়ায় আসছিলেন। চিকিৎসাধীন শাকিলের অবস্থা আশঙ্কাজনক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত