বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদ্মা সেতু দেখতে গিয়ে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শরীয়তপুর

১৮:১৮, ২ জুলাই ২০২২

৫৯২

পদ্মা সেতু দেখতে গিয়ে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৩

পদ্মা সেতুর টোল প্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২ জুলাই) দুপুর তিনটার দিকে সেতুর জাজিরা টোল প্লাজার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল হক মোল্লা (৬০)। কিশোরগঞ্জ জেলার আগানগর থানার টাগাইয়া গ্রামে তার বাড়ি।

জানা গেছে, মাইক্রোবাসে করে ভৈরব থেকে পরিবার-পরিজন ও এলাকার বন্ধুবান্ধবদের নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছিলেন আব্দুল। সেতু দেখা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এমন সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয় একটি বাস। এতে মাইক্রোবাসটি উল্টে যায়। এ সময় একজন যাত্রী নিহত হন।

এর আগে, পদ্মা সেতুতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুই বন্ধু হলেন মো. আলমগীর হোসেন (২৫) ও মো. ফজলু (২৫)। তারা ঢাকার দোহার–নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। নিহত আলমগীর মোটরসাইকেল মেরামতের কাজ করতেন। আর ফজলু বিদেশে থাকতেন। এক মাস আগে দেশে আসেন তিনি।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিন জনসাধারণের প্রবেশে নিষেধ থাকলেও পরদিন ভোরে যান চলাচল শুরু হয়। প্রথম দিনেই মোটরসাইকেল চালকদের হুড়োহুড়িতে সেতুতে উঠতে যানজট তৈরি হয়। পরে সন্ধ্যায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়। পরদিন ২৭ জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত