বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পিতার লাশ গুম করার সময় পুত্র আটক

রুবেল মজুমদার, কুমিল্লা

১৬:৪৯, ১৬ জুন ২০২২

আপডেট: ১৬:৫০, ১৬ জুন ২০২২

৫১৯

পিতার লাশ গুম করার সময় পুত্র আটক

সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি করায় গভীর রাতে পিতাকে কুপিয়ে হত্যা করেন সন্তান।  পরে লাশ বস্তাবন্দি করে গুম করার সময় অটোচালকের সহযোগিতায় পুলিশের হাতে আটক হন ওই ঘাতক। মঙ্গলবার রাতে বাঙ্গরা বাজার থানার দেওড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত হতভাগা পিতা মাহফুজ মিয়া (৬১) দেওড়া গ্রামের মৃত আবদুস ছামাদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজ মিয়ার সঙ্গে সম্পত্তি নিয়ে তার ছেলে সোলেমান মিয়ার  বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সোলেমান মিয়া তার বাবা মাহফুজ মিয়াকে  হত্যা করে লাশ বস্তাবন্ধি করে রাখেন। 

বুধবার সকালে কয়েকটি তুষের বস্তার সঙ্গে বাবার বস্তাবন্দি লাশটিও একটি অটোরিকশায় তুলে নেন। তুষগুলো একটি দোকানে বিক্রি করে বস্তাবন্দি লাশ  গুম করার উদ্দেশ্য মেটংঘর নিয়ে যায়।  তখন  অটোচালকের সন্দেহ হলে তিনি সোলেমানকে জিজ্ঞেস করেন।  তখন  সোলেমান জানান এই বস্তায় তার বাবার লাশ। সে তার বাবাকে হত্যা করেছে। লাশটি গুম করতে ঘাতক অটোচালকের সহযোগিতা চায়। 

এ সময় অটোচালক তাকে সহযোগিতা না করে  গাড়িতে থাকা লাশের বস্তা নিয়ে  গ্রামে ফিরে যান এবং এলাকাবাসীকে জানিয়ে দেন। 

স্থানীয় চেয়ারম্যান  বিষয়টি থানায় অবগত করলে  পুলিশ  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘাতক পুত্র  সোলেমান মিয়াকে পুলিশ  গ্রেফতার করে। 

স্থানীয় মেম্বার  দুলাল মিয়া বলেন, লাশ গুম করার সময় অটোচালক  বুদ্দিন বিষয়টি সন্দেহ করেন, তখন সে লাশ নিয়ে গ্রামে এসে আমাকে বললে আমি চেয়ারম্যান সাহেবকে  এই হত্যাকান্ডের কথা জানাই। 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পিতার হাতে সন্তান হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার সোলেমান মিয়াকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত