বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাপের মতো ফণা তুলেছে চিচিঙ্গা!

আমিনুল হক বুুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) 

১১:৪৮, ১৪ জুন ২০২২

৪৮৩

সাপের মতো ফণা তুলেছে চিচিঙ্গা!

সাপের মতো ফণা তুলেছে চিচিঙ্গা!। ছবি: অপরাজেয় বাংলা
সাপের মতো ফণা তুলেছে চিচিঙ্গা!। ছবি: অপরাজেয় বাংলা

সবজি হিসেবে সবার প্রিয় চিচিঙ্গা সাপের মতো ফণা তুলে আছে। সবুজের মাঝে ডোরাকাটা সাদা রং। মনে হয় ছোবল দিতে পারে।প্রকৃতির এমন অবাক করা দৃশ্য সবাইকে বিস্মিত করেছে।

এমনি অবাক করা সাপের মতো ফণা তুলা চিচিঙ্গা ফুটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঘোষপালা ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (বাংলা) শাহিনা আাক্তারের  বাসার ছাদে।

সোমবার (১৩ জুন বিকালে)ময়মনসিংহের কৃষ্টপুরে বাসার ছাদে সবজি তুলতে গিয়ে তার চোখে পড়ে এমনি অবাক করা দৃশ্য। তিনি তার নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। অজানা এক ভয় ও শঙ্কা কাজ করছিল তার মধ্যে। এটি কি সত্যিই সবজি চিচিঙ্গা না ফনা তুলা সাপ!

অধ্যাপক শাহিনা আাক্তার বলেন,আমি ভয়ে ভয়ে এক পা দু পা করে এগিয়ে যাই।ভয়কে পিছনে ফেলে চিচিঙ্গাটি তুলে হাতে তুলে নেই।প্রকৃতির অপার মহিমার কথা বারবার মনে পড়তে থাকে।বারবার মহান আল্লাহর সৃষ্টির কথা স্মরণ করি।

তিন আরো বলেন,আমি সত্যিই প্রথম বিশ্বাস করতে পারছিলাম না। এটি চিচিঙ্গা না সত্যিকারের সাপ।

শাহিনা আাক্তার চিচিঙ্গাটি বাসায় নিয়ে এসে পরিবার এবং প্রতিবেশী সবাইকে দেখান।এটি দেখে অবাক এবং বিস্মিত  হন সবাই। তিনি চিচিঙ্গার এই ফনা তুলা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করেন। বিষয়টি তাৎক্ষণিক ব্যাপক আলোড়িত এবং নাড়া দেয় সবাইকে। লাইক এবং কমেন্টস করেন অনেকেই।

সাজেদুর রহমান নামে একজন কমেন্টস করেন,সাপ চিচিঙ্গা,জান্নাতুল ফেরদৌসি লিখেছেন,চিচিঙ্গার কাছে সাপ এসেছিল, 

দিলরুবা রোমা লিখেছেন, এটা কি করে সম্ভব! সোবহান আল্লাহ,সুপার রুহুল আমিন কমেন্টসে লিখেছেন, সোবহানাল্লাহ! আল্লাহর অশেষ দয়ায় তাকে ভালো করে দিন। বেশীরভাগ কমেন্টসে লিখেছেন,সোবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন,চিচিঙ্গা হচ্ছে ঝিঙের মত কিন্তু আরও লম্বা বা কখনো সাপের মত পেঁচানো,অপেক্ষাকৃত নরম সবজি। এটি ঝিঙে, লাউ, শশা, কুমড়ো ইত্যাদির মতই কিউকারবিটেসি পরিবারের সদস্য।এর (ইংরেজি: Snake gourd) (বৈজ্ঞানিক নাম: Trichosanthes cucumerina).

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত