বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, (ফুলবাড়ী) দিনাজপুর

১৮:২৬, ২ জুন ২০২২

৪৯১

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু, আহত ১

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান সবুজ (২৪) ও তাজিন আহম্মেদ (১৯) নামের দুইবন্ধুর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অপর বন্ধু মো. পলাশ (২০)। 

ঘটনাটি গত বুধবার (১ মে) দিবাগত রাত পৌঁণে ২টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের শাখা যমুনা নদীর বড় ব্রিজ সংলগ্ন মন্ত্রী মার্কেটের সামনে।

নিহত দু’জন হলেন, ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান সবুজ। সবুজ এ বছর বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। অপরজন তাজিন আহম্মেদ একই ইউনিয়নের শিবনগর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং গুরুতর আহত আহত মো. পলাশ ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ওহেদুল ইসলামের ছেলে।
 
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (১ মে) দিবাগত রাত পৌঁণে ২টার দিকে নাহিদ হাসান সবুজের সুজাপুরস্থ বাসায় তাজিন আহম্মেদ ও মো. পলাশ (২০) আর্জেনটিনার ফুটবল খেলা দেখে  খাবার খেতে বের হন পালসার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৪৪-৬৬-৭৯) নিয়ে। রেল ঘুমটি এলাকার হোটেলে খেয়ে বাড়ী ফেরার পথে মন্ত্রী মার্কেটের সামনে দিনাজপুর থেকে ঢাকা গামী  জান্নাত-জোনায়েত নামের পণ্যবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৫২৫৬) সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাহিদ হাসান সবুজ ও তাজিন আহম্মেদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুর আহত পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হলে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত যুবককে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দসহ ট্রাকের চালক জানে আলম (৫১) ও হেলপার সবুজকে (৩২) আটক করা হয়। তাদের বাড়ী ঢাকার সাভারে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়াওয় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত