সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু
ফাইল ছবি |
সুনামগঞ্জের তাহিরপুরে বাদাম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এসময় কমপক্ষে ১২ জন বাদামচাষি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুর সাড়ে ১১ টায় জেলার তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলো— সুন্দরপাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আবুল আজিজের ছেলে আমিরুল (১১)। আহতদের তাৎক্ষনিক নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল তারা সুন্দর পাহাড়ি গ্রামের একটি বাদাম ক্ষেতে শ্রমিক হিসেবে বাদাম উত্তোলন করতে যান। অনুমান বেলা সাড়ে ১১ টায় ঝড়োবৃষ্টি শুরু হওয়ার আগেই আকাশ অন্ধকার হয়ে গুরুম গুরুম বিকট শব্দ হয়ে হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে বাাদঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, তাহিরপুর থানা পুলিশসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় লোকজনের মধ্যে বজ্রপাত আতংঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, নিজাম উদ্দিন দুঃখ প্রকাশ করে অপরাজেয় বাংলাকে বলেন, আমাদের হাওরপাড়ের মানুষজন জীবন জীবিকার প্রয়োজনে বিরুপ প্রকৃতির সাথে লড়াই করেই বেঁচে থাকতে হয়। তিনি বলেন, এই বজ্রপাতের ঘটনাটি আমাদের হাওরপাড়ের কৃষক শ্রমিক ও দিনমুজুরের জন্য একটি আতংঙ্কের নাম। তিনি এই বজ্রপাত হতে হাওরপাড়ের সাধারন মানুষদের জীবনের নিশ্চয়তা দিতে সরকার দ্রুত বজ্রপাত রোধে পদক্ষেপ নেয়ার দাবী জানান।
এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বজ্রপাতে তিন জন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে অপরাজেয় বাংলাকে বলেন, আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসির সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্নস্থানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`