বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজশাহীর বিশিষ্ট শিক্ষিকা শামসুজ্জাহান চৌধুরীর ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী

১০:২৭, ১৯ মে ২০২২

৪৬৯

রাজশাহীর বিশিষ্ট শিক্ষিকা শামসুজ্জাহান চৌধুরীর ইন্তেকাল

রাজশাহীর বিশিষ্ট চিকিৎসক মরহুম অধ্যাপক ডাঃ গোলাম মাওলা চৌধুরী সহধর্মিনী এবং বিশিষ্ট শিক্ষিকা মিসেস শামসুজ্জাহান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১৮ মে) সকাল ১১ টায় রাজশাহী সিডিএম হাসপাতলে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমা মিসেস শামসুজ্জাহান চৌধুরী রাজশাহীর কাজিহাটা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী  গোলাম মারুফ চৌধুরীর মাতা।  মুত্যকালে তিনি দুই ছেলে, নাতি, নাতনিসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। 

বুধবার এশার নামাজ শেষে রাজশাহীর গভ. ল্যাবরেটরি হাই স্কুল মাঠে জানাজা শেষে হেতেম খাঁ কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, মরহুমা শামসুজ জাহান চৌধুরী ১৯৪৩ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞানে এম.এ করেন। এছাড়া এমএড এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স ডিগ্রী লাভ করেন। তিনি রাজশাহী সরকারি পিএন গার্লস হাই স্কুল ও ঢাকা গুরুগৃহ স্কুলে শিক্ষকতা করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত