শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্ত্রী ও দুই মেয়ে হত্যায় স্বামী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মানিকগঞ্জ

১৪:৪৩, ৮ মে ২০২২

৪৭৫

স্ত্রী ও দুই মেয়ে হত্যায় স্বামী গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে স্ত্রীসহ দুই মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। ঋণগ্রস্ত হওয়ায় ও মানিসক হতাশা থেকে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৭ থেকে ১৮ বছর আগে আসাদুজ্জামান রুবেল ও সাইজুদ্দিনের মেয়ে লাভলী আক্তার ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকেই আসাদুজ্জামান রুবেল স্ত্রী ও মেয়েদেরকে নিযে শ্বশুড়বাড়িতে থাকতেন। প্যারেডিকেল কোর্স শেষে দন্ত চিকিৎসা করতেন আসাদুজাম্মান রুবেল। কিছুদিন আগে ভুল চিকিৎসার কারণে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হয়। এর মধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করছিলেন তিনি।  রোববার জরিমানার বাকি টাকা দেয়ার কথা ছিল তার।

ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় আসাদুজ্জামান রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছে।’

তিনি আরো বলেন, ‘ঋণগ্রস্ত থাকায় অভিযুক্ত ব্যক্তি হতাশাগ্রস্ত থেকে এমন ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় নিহত লাভলী আক্তারের বাবা সাইজউদ্দিন বাদী হয়ে থানা একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত