মায়ের ওপর রাগ করে চট্টগ্রামে এসে ধর্ষণের শিকার তরুণী
মায়ের ওপর রাগ করে চট্টগ্রামে এসে ধর্ষণের শিকার তরুণী
প্রতীকী ছবি |
চট্টগ্রাম মহানগরীতে এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ওই তরুণী তাঁর সৎ মায়ের ওপর অভিমান করে কুমিল্লা থেকে চট্টগ্রামে যাওয়ার পর ধর্ষণের শিকার হয়েছেন।
শনিবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর আকবর শাহ থানার মীর আউলিয়া শাহ মাজার এলাকা থেকে ওই তরুণীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে ৩ থেকে ৪ জন মিলে ওই তরুণীকে ধর্ষণ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশ সূত্র থেকে জানা যায়, শনিবার দুপুরের দিকে এক তরুণী অজ্ঞান অবস্থায় পড়ে আছে খবর পেয়ে মীর আউলিয়া শাহ মাজার এলাকায় যায় পুলিশ। সেখান থেকে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির পর জ্ঞান ফিরলে পুলিশ তাঁর কাছ থেকে ঘটনার বিষয় জানতে পারে।
ওই তরুণীর বক্তব্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই তরুণী কুমিল্লার দেবীদ্বারের বাড়ি থেকে সৎ মায়ের সঙ্গে রাগ করে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় আসেন। মীর আউলিয়া মাজারের সামনে বসেছিল। এ সময় ৩ থেকে ৪ জন যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এক যুবক তাঁকে বাসায় মায়ের কাছে নেওয়ার কথা বললে তরুণী রাজি হয়। পরে তাঁকে মাজারের পাশে পাহাড়ে একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানেই ধর্ষণের শিকার হন ওই তরুণী।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`