শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিমুলিয়া ঘাটে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ

১৬:০৪, ২৮ এপ্রিল ২০২২

৫১০

শিমুলিয়া ঘাটে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ

শিমুলিয়া ফেরি ঘাটে বেড়েছে ব্যক্তিগত ও ভাড়া করা গাড়ির চাপ। ঈদকে কেন্দ্র করে এর সঙ্গে বেড়েছে মোটরসাইকেলে করে ঘরমুখোদের সংখ্যা। ফেরি কম থাকায় অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।

এদিকে, পণ্যবাহী যান পারাপার বন্ধ থাকায় দীর্ঘ হচ্ছে ট্রাকের সারি। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকে শিমুলিয়া ঘাটে ব্যক্তিগতসহ কয়েকশ’ গাড়ির উপস্থিতি দেখা যায়।

ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই এ নৌরুটে গ্রামের পথে ছুটছেন। তবে যাত্রীরা বলছেন, ফেরির সংখ্যা কম থাকায় ঘাটে যানবাহন নিয়ে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফায়সাল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, সকাল থেকে ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ ছিল। তবে এখন স্বাভাবিক রয়েছে। ঘাটে ব্যক্তিগত ও হালকা যানবাহন মিলিয়ে পারের অপেক্ষায় শতাধিক গাড়ি রয়েছে। সাতটি ফেরিতে এসব যানবাহন পর্যায়ক্রমে পার করা হচ্ছে।

এদিকে ফেরির পাশাপাশি দুই নৌরুটে ৮৭টি লঞ্চ ও ১৫৩ স্পিডবোট সচল রয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত