শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এ্যাম্বুলেন্সে মাদকদ্রব্য পাঁচার, গ্রেপ্তার ৩

রুবেল মজুমদার, কুমিল্লা

১৭:২৭, ২৪ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:৩৩, ২৪ এপ্রিল ২০২২

৪১৫

এ্যাম্বুলেন্সে মাদকদ্রব্য পাঁচার, গ্রেপ্তার ৩

কুমিল্লার বুড়িচং থানার শংকচাইল এলাকায় থেকে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সের ভিতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার  (২৪ এপ্রিল) জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল এলাকায় র‌্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে। 

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেল কুমিল্লা জেলার বি-পাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ কাউছার(২৫),খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ রাসেল(২২) এবং গাইবান্ধা জেলার বুজরুক জামাল পুর থানার সাদুল্য গ্রামের মোঃ তাহাদুল ইসলাম এর ছেলে মোঃ নাজমুল হুদা লিয়ন(২৬)।

কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানায় ,প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাদীর্ঘদিন যাবৎ জব্দকৃত এ্যাম্বুলেন্সে করেকুমিল্লাসহদেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলারবুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত