শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাবনায় ‘ইফতারি’ খেয়ে ৯ বিচারকসহ অসুস্থ ৩০, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা

১১:১৪, ২২ এপ্রিল ২০২২

আপডেট: ১১:১৬, ২২ এপ্রিল ২০২২

৪৮১

পাবনায় ‘ইফতারি’ খেয়ে ৯ বিচারকসহ অসুস্থ ৩০, গ্রেফতার ৩

পাবনায় ইফতারি খেয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (সিজেএম) গোলাম কিবরিয়া ও তার অধীনস্থ আদালতের ৯ বিচারকসহ তাদের পরিবারের অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। 

এ ঘটনায় পুলিশ শহরের একটি রেষ্টুরেন্ট মালিক, ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন শহরের রূপকথা রোডের কাশমেরী হোটেলের স্বত্ত্বধিকারী হাসানুর রহমান রনি, ব্যবস্থাপক সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ‘বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের একজন বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক ‘বিদায় ও ইফতারের আয়োজন’ করা হয়। ঐ অনুষ্ঠানে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের অধীনস্থ আদালতের ৯ বিচারক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।’ 

তিনি জানান, সবাই শহরের কাশমেরি হোটেল থেকে আনা ইফতারি খেলে একে একে সবাই অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ৬ জনকে পাবনার শিমলা হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
    
এ ঘটনায় পাবনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (এসিজেএম) মো. সাইফুল ইসলাম যিনি নিজেও খাবার খেয়ে অসুস্থ হয়েছেন, তিনি বাদী হয়ে পাবনা সদর থানায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের করলে ও পুলিশ শহরের ওই রেষ্টুরেন্ট মালিক, ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত