শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খসে পড়ছে হাসপাতালের ছাদ, আতঙ্কে রোগীরা

সুজন মোহন্ত, কুড়িগ্রাম

১৪:৫৩, ১২ এপ্রিল ২০২২

৫৩৫

খসে পড়ছে হাসপাতালের ছাদ, আতঙ্কে রোগীরা

ছবি: অপরাজেয় বাংলা
ছবি: অপরাজেয় বাংলা

সময় সকাল ১১টা,ছিম-ছাম পরিবেশ। ভিতরে ঢুকতেই চোখে পড়ে ছাদের গা দিয়ে গতকালের বৃষ্টির পানি  চুইঁয়ে পড়ছে । ছাদের পানির হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে রোগীর স্বজন কিছু রোগীর বিছানা সরিয়ে নিলেন। এমন চিত্র নিত্যদিনের । হাসপাতালে চিকিৎসা নিতে এসে এভাবেই দূর্ঘটনার আশংকায় প্রতিনিয়ত আতঙ্কে আতকে উঠছেন রোগীর স্বজন ও রোগী নিজেই । 

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুল ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়ায় এমন দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

রোববার (১০ এপ্রিল) হাসপাতালটিতে  সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের মূল ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে,২য় তলার মহিলা ওর্য়াডের রোগীর বেডের উপরের ছাদ খসে পড়ছে পলেস্টার। অন্য ওর্য়াডগুলোও একি অবস্থা ।

এতে আতঙ্কে রয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও সাথে আসা স্বজনরাও। যেকোনো সময় ছাদ খসে পড়তে পারে ভেবে ভয়ে ভয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন তারা। 

হাসপাতালের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,প্রায় ৫০ বছর আগে ৩১ শয্যা বেডের এই হাসপাতালের ভবনটি নির্মাণ করা হয়। এরপর আর কোন সংস্কার করা হয়নি। হাসপাতালের কর্তৃপক্ষও এ ঝুঁকিপূর্ন ভবন নিয়ে শঙ্কিত।

চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন নাহিদ হাসান বলেন,'হাসপাতালের ভবনের ভিতরের অবস্থা জড়াজীর্ণ । কয়েকদিন আগে পলেস্তারা খসে পড়েছিলো ।ভাগ্য ভালো কারো তেমন ক্ষতি হয়নি । এই ভবন সংস্কার করা প্রয়োজন।'

চিকিৎসা নিতে আসা আরেক রোগী নুর ইসলাম বলেন,'মাথার উপরেই ছাদ খসে আছে । বার বার চোখ শুধু উপরের দিকেই যায়, কখন জানি ভেঙে পড়ে । আমরা সার্বক্ষনিক ভয়ে আতকে উঠি।'

এ বিষয়ে চিলমারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন,'ভবনটির বেশ কয়েকটি জায়গা খসে পড়েছে। অনেক পুরনো ভবন । ভবনটি ঝুঁকিপূর্ণ আমরা স্বীকার করছি । এটি দ্রুত সংস্কারের জন্য উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত বিষয়টির সমাধান হবে।'

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত