শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পীর মৃত্যু

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা

১৯:৫১, ১০ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:৫৩, ১০ এপ্রিল ২০২২

৫৭৮

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পীর মৃত্যু

কুড়িগ্রামের সদরের মহাসড়কে তেলবোঝাই একটি লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আসফিকুন নাহার মিম (১৬) নামের এক তরুন কণ্ঠশিল্পীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

রোববার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পার্শ্ববর্তী কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া গ্রামের ইলেকট্রিক মেকার আমিনুল ইসলামের মেয়ে। সে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেলবোঝাই একটি লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোরীর মৃত্যু হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

কুড়িগ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলমগীর জানান, আসফিকুন নাহার মিম পড়াশোনার পাশাপাশি শিল্পাঙ্গনে বেশ সুনাম কুড়িয়েছে। জেলা ও উপজেলার বিভিন্ন মঞ্চে গান গেয়ে ব্যাপক সাড়া ফেলেছে মিম। সর্বশেষ ২৬ মার্চ উপলক্ষে ‘সাম্প্রতিক কুড়িগ্রাম’ সংগঠনের মঞ্চে পারফর্ম করেছিল সে। আজ সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল। তার এই মৃত্যুতে আমরা মর্মাহত।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত