শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুর্গাপুর সীমান্তে পড়ে আছে ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট 

১৬:৫২, ১০ এপ্রিল ২০২২

৬২৪

দুর্গাপুর সীমান্তে পড়ে আছে ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে পড়ে আছে অজ্ঞত (৫০) ভারতীয় নাগরিকের মরদেহ। 

রোববার  (১০ এপ্রিল) দুপুরে স্থানীয়দের খবরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে  আদিতমারী থানা পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম জানান, উপজেলার দুর্গাপুর চওড়াটারী সীমান্তের ৯২৪ নং মেইন পিলারের ১১ নং সাব পিলার এলাকায় বাংলাদেশ অংশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় অবগত করে। পরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত (৫০) এক ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পতাকা বৈঠক আহবান করা হলেও মরদেহ উদ্ধার করা হয়নি। দু'দেশের পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পতাকা বৈঠক শেষে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যাবে। স্থানীয়দের ধারণা ভোরে গরুর নিয়ে সীমান্ত পাড় হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত