শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ || ৭ পৌষ ১৪৩১ || ১৭ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাবনায় আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি সম্পাদক পদে প্রার্থীর ছড়াছড়ি 

রিজভী জয়, পাবনা

১৩:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৩:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২২

১৪৮৪

পাবনায় আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি সম্পাদক পদে প্রার্থীর ছড়াছড়ি 

বনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার
বনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার

দীর্ঘ ৭ বছর পর আগামীকাল শনিবার (১৯ ফেব্রয়ারী) পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে জেলা শহর। 

পদ প্রত্যাশী দলের প্রবীণ ও নবীণ নেতাদের পোস্টার, ব্যানার, আর বিলবোর্ডে ছেয়ে গেছে দলীয় কার্যলয়সহ পুরো শহর। এবারের সম্মেলনে দলের সভাপতি ও সাধারন সম্পাদক পদে কমপক্ষে ১৬ জন প্রার্থী হবেন জানিয়ে প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন। 

২০১৪ সালের ২০ ডিসেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। দীর্ঘ ৭ বছর পরে জেলা আ.লীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ভীড় করছে দলীয় জেলা কার্যালয়ে।

শহরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে (পুলিশ লাইনস মাঠে) সকাল ১১টায় সম্মেলন শুরু হবে। সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার প্রথম সারির নেতারা নিজেদের প্রচার প্রচারণায় পুরো শহর জুড়ে পোস্টার, ব্যানার, ফেসটুন ও বিলবোর্ড ঝুলিয়েছেন। হাউব্রিডদের বাদ দিয়ে দলের প্রকৃত ত্যাগী নেতা কর্মীদের নিয়ে নবীণ ও প্রবীণের সমন্বয়ে জেলা কমিটি গঠনের দাবী তুলেছেন তৃণমুল নেতাকর্মীরা। 

সভাপতি পদে আলোচনায় রয়েছেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও দলের বর্তমান জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, সহসভাপতি সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাড. শাসসুল হক টুকু এমপি, সহসভাপতি নুরুজ্জামান বিশ্বাস এমপি, সহসভাপতি সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ ইদ্রিস আলী বিশ্বাস, আ.স.ম আব্দুর রহিম পাকন,জেলা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা তৌফিকুর আলম তৌফিক, সাবেক ভূমিমন্ত্রী ও প্রয়াত জেলা আওয়ামীলীগ সভাপতি শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন। 

সাধারণ সম্পাদক হিসাবে আলোচনায় রয়েছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য বর্তমান জেলা কমিটির সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড বেলায়েত আলী বিল্লু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারোফ হোসেন, সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মোঃ মাজহারুল ইসলাম মানিক, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের যুগ্নসাধারন সম্পাদক ইঞ্জিঃ আব্দুল আলিম, সাবেক ছাত্র নেতা কামরুল হাসান মিন্টু। এছাড়া সভাপতি ও সাধারন সম্পাদক হিসাবে আরো একাধিক প্রার্থী প্রচার প্রচারনা চালাচ্ছেন। 

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও দলের বর্তমান জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল জানান, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিন্ধান্তই চুড়ান্ত। জীবনের শেষ সময় পর্যন্ত দলের সেবা করতে চাই। দলের নীতি নির্ধারকেরা জানেন আমার পরিচয়। দুঃসময়ে দলের জন্য কাজ করেছি। আমাকে দায়িত্ব দিলে অবশ্যই আমি পালন করবো। 

সভাপতি প্রার্থী শামসুল হক টুকু এমপি বলেন, জাতির জনকের আদর্শে ছাত্রলীগের রাজনীতিতে আমার রাজনৈতিক জীবনের সূচনা। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। দলের দুঃসময়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলকে সংগঠিত করেছি। সভাপতি নির্বাচিত হলে আমার রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আওয়ামীলীগের রাজনীতিকে এগিয়ে নিতে চাই। 

বর্তমান সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার  দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রতিটি জেলাতে সম্মেলন শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতিতে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ।
সাধারণ সম্পাদক প্রার্থী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাজহারুল ইসলাম মানিক বলেন, দলের স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক গতিশীলতা ফেরাতে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে নবীণ প্রবীনের সমন্বয়ে দলকে এগিয়ে নিতে কাজ করব।

দলীয় সুত্রে জানা গেছে, সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য মোঃ আব্দুর রহমান। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আ.লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, এছাড়াও থাকবেন যুগ্মসম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী  ড. হাছান মাহমুদ এমপি, সভাপতিমন্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এএম কামাল হোসেনসহ কেন্দ্রীয় আ.লীগের নেতৃবৃন্দ।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত