রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১ ঘণ্টার উপজেলা চেয়ারম্যান  নবম শ্রেণির ছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

১৭:১৯, ২৭ অক্টোবর ২০২০

আপডেট: ০০:০৯, ২৯ অক্টোবর ২০২০

৯০৭

১ ঘণ্টার উপজেলা চেয়ারম্যান  নবম শ্রেণির ছাত্রী

পঞ্চগড় সদর উপজেলা পরিষদে ১ ঘন্টার জন্য প্রতিকী উপজেলা চেয়ারম্যান হয়েছেন হাছনে হেনা মন। মন পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যায়লের ৯ম শ্রেণির ছাত্রী । মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের কার্যালয়ে, ১ ঘন্টার জন্য প্রতিকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন হাছনে হেনা মন।  

উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার সাথে সাথে ১ ঘন্টার জন্য মনের অধিন হয় পুরো সদর উপজেলা পরিষদ। পরিষদের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা নতুন চেয়ারম্যানের অধীনে চলে যায়। 

দায়িত্ব পেয়ে মন উপজেলা পরিষদের  বিভিন্ন কাজ তদারকিও করেন। পাশাপাশি উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকি দায়িত্ব পাওয়া এই উপজেলা চেয়ারম্যান।

কন্যা শিশু দিবস উপলক্ষে, নারী ক্ষমতায়নের জন্য বেসরকারী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে ১ ঘন্টার জন্য চেয়ারম্যান হবার এ প্রতিকী কার্যক্রম হয়।

১ ঘন্টার প্রতিকী চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই মন আর সময় নষ্ট করেননি। অল্প সময়ের মধ্যেই , বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপিড়ন সহ নারী সহিংসতা রোধে আলোচনায় অংশ নেন। এসব বন্ধে কিছু সুপারিশও তুলে ধরেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ১ ঘন্টার জন্য ) আমিরুল ইসলামের  কাছে। 

১ ঘন্টার প্রতিকী চেয়ারম্যানের কাযক্রম শেষে হাছনে হেনা মন বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। নারী বান্ধব উপজেলা গড়তে কাজ করে যাবে বলে জানান তিনি।  

পঞ্চগড় সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, 'নারীর অবদন এখন দেশের গুরুত্বপূর্ণ  স্থানে। আজকের তরুন প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা ও নারীর সহিংসতা রোধে কাজ করবো এবং স্কুল  ছাত্রীর সকল সুপারিশ  আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো।

প্রতিকী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ,কামাত কাজল দিঘী ইউনিয়নের চেয়ারম্যান মজাহার আলী,ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর ডিস্ট্রিক্ট  ভলেন্টিয়ার মারুফ হাসান আরিফ, ওমেন্স ভলেন্টিয়ার নিশাত পারভিন নিশি সহ উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তারা ৷

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত