সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউএসটিসির ভবন ভাঙছে সিডিএ 

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৪:০১, ১০ মার্চ ২০২১

আপডেট: ১৪:০৪, ১০ মার্চ ২০২১

৪৯১

ইউএসটিসির ভবন ভাঙছে সিডিএ 

ইউএসটিসির ১৮ তলাবিশিষ্ট একটি ভবনের একাংশ ভেঙে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
ইউএসটিসির ১৮ তলাবিশিষ্ট একটি ভবনের একাংশ ভেঙে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) ১৮ তলাবিশিষ্ট একটি ভবনের একাংশ ভেঙে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বুধবার (১০ মার্চ) সকালে ভবন ভাঙার কার্যক্রম শুরু করেন সিডিএর বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিডিএ’র জলাবদ্ধতা নিরসনের প্রকল্প পরিচালক আহমেদ মঈনুদ্দীন ও লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী।

সিডিএ’র জলাবদ্ধতা নিরসনের প্রকল্প পরিচালক আহমেদ মঈনুদ্দীন বলেন, ‘ভবনের চারভাগের এক অংশ গয়নাছড়া খালের মধ্যে পড়েছে। খালের মধ্যে পড়া ভবনটির ৩ হাজার বর্গফুট অংশ ভাঙা হচ্ছে। এছাড়া এই ভবনের অনুমোদন ছিল ১৬ তলার। কিন্তু তারা ১৮ তলা পর্যন্ত ভবনটি বাড়িয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে ইউএসটিসি কর্তৃপক্ষকে ভবনটি ভেঙে ফেলার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তারা তিন মাস সময় নিয়েও ভবনটি ভাঙেনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত