সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শেখ হাসিনার ১০ মেগা প্রকল্পের দুটি রেলওয়ের

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৫:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৬:০০, ৬ ফেব্রুয়ারি ২০২১

১২৫২

শেখ হাসিনার ১০ মেগা প্রকল্পের দুটি রেলওয়ের

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রথম পদক্ষেপ হিসেবে এখানে ডেমু ট্রেন দেওয়া হয়েছে। সামনে আরও ট্রেন সম্প্রসারিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ১০টি মেগা প্রকল্প হাতে নিয়েছেন, এর মধ্যে দুটি হচ্ছে রেলওয়ের। বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দোহাজারী রেল স্টেশন চত্বরে ডেমু ট্রেনযাত্রা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম-দোহাজারী ও চট্টগ্রাম-পটিয়া রুটে নতুন দুই জোড়া ডেমু ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী। নুরুল ইসলাম সুজন বলেন, একটি পদ্মাসেতুর সঙ্গে রেল যোগাযোগ, আরেকটি মিয়ানমার, চীন ও ভারতের সঙ্গে রেল সংযোগ। এজন্য রেললাইন সংস্কার ও রেলের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

দোহাজারীতে একটি অত্যাধুনিক জংশন হবে। এখানে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করা হবে বলে জানান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত