সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে পৌঁছেছে সাড়ে চার লাখ ভ্যাকসিন

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১২:০৫, ৩১ জানুয়ারি ২০২১

আপডেট: ১৩:০০, ৩১ জানুয়ারি ২০২১

৬৬৮

চট্টগ্রামে পৌঁছেছে সাড়ে চার লাখ ভ্যাকসিন

চট্টগ্রামে পৌঁছেছে ৪ লাখ ৫৬ হাজার ভ্যাকসিন। রবিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যান।

কোল্ড চেইন বজায় রেখে ৩৮ কার্টনে আনা এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। একই সঙ্গে তিন পার্বত্য জেলা ও কক্সবাজার জেলায়ও করোনার টিকা বহনকারী গাড়ি রওনা দিয়েছে।  

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নগর ও জেলায় অগ্রাধিকার তালিকাভুক্তদের এই ভ্যাকসিন দেয়া হবে। ইপিআই কর্মসূচির মতো করেই করোনার টিকা দেয়ার কর্মসূচিও পরিচালিত হবে। 

এদিকে শনিবার (৩০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে জেলা পর্যায়ের টিকাদানের সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ। যারা পরবর্তীতে উপজেলা পর্যায়ে গিয়ে অন্যদের প্রশিক্ষণ দেবেন। জেলা পর্যায়ের এ প্রশিক্ষণে ১৪ উপজেলা থেকে ৭৫ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

জানা যায়, করোনা টিকাদানে নিয়োজিত থাকবে মোট ৪২টি টিম। টিকাদানকারী হিসেবে ২ জন মিডওয়াইফ, স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স এবং ৪ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে প্রতিটি টিমে ৬ জন করে সদস্য থাকবেন। নগর এলাকায় সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবং উপজেলা পর্যায়ে ইউএনও’র তত্ত্বাবধানে টিকা কার্যক্রম পরিচালিত হবে। টিকা গ্রহণকারীদের রেজিস্ট্রেশনের ওপর ভিত্তি করে ইপিআই স্টোর থেকে মহানগর ও উপজেলা পর্যায়ে টিকা সরবরাহ করা হবে।

ইতোমধ্যে টিকা বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: জেলা সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক, সিভিল সার্জন কার্যালয়ের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট এবং কোল্ড চেইন টেকনিশিয়ান। 

নগর এলাকায় প্রাথমিকভাবে ১৫টি টিকাদান কেন্দ্র চূড়ান্ত করেছে চসিক করোনা ভ্যাকসিন কমিটি। প্রাথমিকভাবে নির্ধারিত ১৫ কেন্দ্র হচ্ছে- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল, চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম নৌ-বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমান বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, চসিক বন্দরটিলা হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক সাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল, ইউএসটিসি হাসপাতাল, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত