সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নতুন নগর পিতার

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৩:২৯, ২৮ জানুয়ারি ২০২১

আপডেট: ১৩:৩৭, ২৮ জানুয়ারি ২০২১

৬১১

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নতুন নগর পিতার

নির্বাচনী অঙ্গীকার শতভাগ পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, নগরবাসী তার উপর যে আস্থা, বিশ্বাস রেখে ভোট দিয়েছেন তা তিনি শতভাগ পূরণের চেষ্টা করবেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)  বেলা ১২টার দিকে নগরের বহদ্দারহাটে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, নগরের সমস্যা অনেক। চট্টগ্রামকে পরিস্কার-পরিচ্ছন্ন একটি নগরীতে পরিণত করা, মশা থেকে মোটামুটি মুক্ত করা, এসব কাজকে অগ্রাধিকার দেব।

১০০ দিনের অগ্রাধিকার কর্মসূচির বিষয়ে রেজাউল বলেন, ১০০ দিন তো বেশি নয়। কথার ফুলঝুরি দিয়ে লাভ হবে না। রাস্তাঘাটের যে সমস্যা আছে সেগুলো সমাধান করে জনগণ যাতে স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে, এটার উপর প্রথমে মনোযোগ দেব।

তিনি বলেন, আমি অতীতে কোন সময় কারও মুখাপেক্ষী হইনি। আল্লাহর কাছে প্রার্থনা করি, ভবিষ্যতেও যেন আল্লাহ আমাকে কারও মুখাপেক্ষী না করেন, একমাত্র আল্লাহ ছাড়া। আমি কথা দিতে পারি কোনো অন্যায়-অনৈতিক কাজে আমি আমার ক্ষমতাকে ব্যবহার করবো না।

সাধারণ মানুষের কল্যাণের জন্য যা যা করা দরকার তাই করে যাবেন জানিয়ে রেজাউল বলেন, কোনো প্রভাব, প্রতিপত্তি, লোভ, লালসা অতীতে যেমন আমাকে নীতি ও আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি, ভবিষ্যতে মেয়রের চেয়ারে বসার পরও আমাকে কেউ এক ইঞ্চিও বিচ্যুত করাতে পারবে না। কারণ অর্থবিত্তের প্রতি আমার লোভ নেই। অতীতেও ছিল না। আমি এটা পরিষ্কারভাবে আগেও বলেছি, এখনও বলছি।

সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা ভিড় করতে থাকে রেজাউল করিমের বাসায়। ফুলে ফুলে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা অভিনন্দন জানান নবনির্বাচিত নগর পিতাকে।  

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপসম্পাদক ইলিয়াস উদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত