টানা সাতবার কাউন্সিলর পদে জয়ী মিন্টু
টানা সাতবার কাউন্সিলর পদে জয়ী মিন্টু
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭নং চকবাজার ওয়ার্ডে টানা সাতবার কাউন্সিলর নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তিনি সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন। চকবাজার ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে দুই হাজার ৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।
এ নিয়ে টানা ৭ বার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন সত্তোর্ধ্ব এ কাউন্সিলর। অনেকে বলছেন, তার এ সাফল্যের নেপথ্য ‘জনপ্রতিনিধি কেমন হতে হবে’ তারই যেন একটি আদর্শ উদাহরন।
অন্যদিকে এ এলাকার সচেতন মহল থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই খুশি তাদের চিরাচেনা মিন্টু কমিশনারকে আবারও জনপ্রিতিনিধির আসনে বসাতে পেরে।
চকবাজার এলাকার স্থায়ী বাসিন্দা সাদ্দাম হোসেন ইভান বলেন, পর-হিতৈষী মিন্টু ভাইয়ের মতো মানুষকে কাউন্সিলর হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। ভালো আচরণ ও সবসময় মানুষের পাশে দাঁড়ানোর গুণেই লোকজন তাকে বারবার নির্বাচিত করছেন। তিনি শুধু নির্বাচনের সময় নয়, সারাবছরই লোকজনের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাদের কাছাকাছি থাকেন।
জানা যায়, ১৯৭৭ সাল থেকে নির্বাচন করছেন তিনি।
টানা সপ্তমবারের মতো অপরাজিত থাকার আনন্দ-অনভূতি জানতে চাইলে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু বলেন, আমি অনেক খুশি সপ্তমবারের মতো নির্বাচিত হওয়ায়। চকবাজারারবাসীর কাছে আমি চিরঋণী। অতীতের মতো এলাকাবাসীর সুখে-দুঃখে সবার আগে এগিয়ে আসব।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`