রাজনৈতিক দলের সাথে নয়, প্রশাসনের সাথে নির্বাচন হয়েছে: আমীর খসরু
রাজনৈতিক দলের সাথে নয়, প্রশাসনের সাথে নির্বাচন হয়েছে: আমীর খসরু
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে কোন রাজনৈতিক দলের সাথে তাদের নির্বাচন হয়নি। নির্বাচন হয়েছে আওয়ামী পুলিশ বাহিনীর সাথে। তিনি বলেন, চট্টগ্রামের আশেপাশের এলাকার সব চিহ্নিত সন্ত্রাসীদের নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে জড়ো করা হয়েছে। তারা ভোট কেন্দ্র দখল করেছে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় চসিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রতিক্রিয়া জানানোর জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
খসরু বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। ১৮ কোটি মানুষ এখন বিশ্বাস করে এ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করার প্রয়োজনতা আছে বলে মনে হয় না।
তিনি বলেন, আওয়ামী পুলিশ শতভাগ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, নির্বাচনী প্রজেক্টের আওতায় যে বিষয় পালন করার নির্দেশনা তারা পেয়েছেন তা তারা অক্ষরে অক্ষরে তা পালন করেছে।
ফলাফল প্রত্যাখান করছেন কি না এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, যে নির্বাচন হয়-ই নি সেটা প্রত্যাখান করার কি আছে?
ফলাফলে বিএনপির প্রার্থীরা জয়ী হলে তখন কি বলবেন এমন প্রশ্নে তিনি বলেন, কাউন্সিলর প্রার্থী জয়ী হলে তা কি হবে সেটা দল সিদ্ধান্ত নিবে।
এসময় মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচন কমিশনকে আমরা তিনটি দাবি জানিয়েছিলাম। ইভিএম মেশিনকে সুরক্ষা, এনআইডি ছাড়া কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা ও বহিরাগতদের ঠেকানো। কিন্তু সেটা হয়নি, প্রতিটি সেন্টারে হাজার হাজার বহিরাগতদের অবস্থান দেখেছি। আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ২০০ নেতাকর্মী আটক করা হয়েছে। আজকের এ নির্বাচন নির্যাতনে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় সদস্য মীর হেলাল উদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, ইঞ্জি. বেলায়েত হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`