চট্টগ্রামে আসার পথে ইউরোপ দেখলেন চিত্রনায়ক রিয়াজ
চট্টগ্রামে আসার পথে ইউরোপ দেখলেন চিত্রনায়ক রিয়াজ
চট্টগ্রামে ভোটের প্রচারে এসে চিত্রনায়ক রিয়াজ বলেছেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের জন্য দু’হাত ভরে দিয়েছেন। যার প্রমাণ আমরা আসার পথেই দেখেছি। চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি তা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপের রাস্তা। শেখ হাসিনা চট্টগ্রামের জন্য যাকে মনোনয়ন দিয়েছেন তিনি বীর মুক্তিযোদ্ধা রেজাউল ভাই। আমরা তার এবং শেখ হাসিনার প্রতীক নৌকায় ভোট চাইতে এসেছি।
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নৌকার পক্ষে প্রচারণায় চট্টগ্রামে আসেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক। তারা সবাই স্লোগান এবং বক্তৃতা দিয়ে নৌকার পক্ষে ভোট চান।
তারিন জাহান বলেন, চট্টগ্রামের নগরপিতা হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন যোগ্য প্রার্থী। আমরা মনে করি রেজাউল করিম ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে। চট্টগ্রামবাসীর কাছে তাই নৌকার পক্ষে ভোট চাই। নৌকা যেনো চট্টগ্রাম বিজয়ী হয় এই কামনা করি।
এ সময় তারকাদের সেই ট্রাকে আসেন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, হাসিনার প্রতীক। নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। নৌকার মাধ্যমে পাকিস্তানিদের পরাজিত করেছি। নৌকায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তাই চট্টগ্রামবাসী আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের সুযোগ করে দেবেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`