সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরপর তিনবার ক্ষমতায় থাকার কারণে অনেকের মধ্যে আলস্য এসেছে

স্টাফ করেসপন্ডেন্ট

২১:০৮, ২৩ জানুয়ারি ২০২১

৮২২

পরপর তিনবার ক্ষমতায় থাকার কারণে অনেকের মধ্যে আলস্য এসেছে

অর্থবিত্ত কখনও রাজনীতির নিয়ন্ত্রক করতে পারে না। যখন বিত্ত রাজনীতি নিয়ন্ত্রণ করে তখন রাজনীতি বিক্রি হয়ে যায়। এসব মন্তব্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের। পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে অনেকের মাঝে আলস্য এসেছে মন্তব্য করে এই আলস্য ঝেরে ফেলারও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন- 
'আমরা আমাদের রাজনীতিটা বিত্তের কাছে বিক্রি করতে পারি না। রাজনীতি থাকবে রাজনৈতিক কর্মীদের হাতে। এটি মাথায় রাখতে হবে সবাইকে।'

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেছেন, সবার মূল ঠিকানা হচ্ছে দল। বলেন পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে অনেকের মাঝে আলস্য এসেছে। এই আলস্য ঝেরে ফেলারও পরামর্শ দেন । 

তথ্যমন্ত্রী আরও বলেন, একই সাথে দলের মধ্যে কিছু সুবিধাভোগী, সুযোগসন্ধানী নানাভাবে অনুপ্রবেশ করেছে। অনেকে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এ ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান। 

ইছাখালীস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত