মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে আ’লীগ প্রার্থীর প্রচার অভিযানে সংঘর্ষ, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৯:৪৩, ১৬ জানুয়ারি ২০২১

৬৫০

চট্টগ্রামে আ’লীগ প্রার্থীর প্রচার অভিযানে সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রামে নির্বাচনী সংঘর্ষ
চট্টগ্রামে নির্বাচনী সংঘর্ষ

নগরের লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর জনসভার পূর্ব নির্ধারিত স্থানে সংঘর্ষে লিপ্ত হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের দুই গ্রুপ। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। সংঘর্ষের কারণে পূর্ব নির্ধারিত সমাবেশ ও প্রচার না করেই মাঝপথ থেকে ফিরে যান নৌকার প্রার্থী রেজাউল করিম। 

শনিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের টাইগারপাস বটতল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, লালখান বাজার এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের গণসংযোগ ছিল বিকেল সাড়ে ৫টায়। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাসহ স্থানীয় উপস্থিত থাকার কথা ছিল। এ নিয়ে টাইগারপাস বটতল এলাকায়  লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম তাদের অনুসারীদের নিয়ে জমায়েত করতে থাকেন। এ সময় দুই পক্ষ মুখোমুখী হলে উত্তেজনা বেড়ে যায়। দুই পক্ষই একে অপরকে পাথর নিক্ষেপে করেন। পরে সংঘর্ষে জড়ান।

কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল বলেন, দিদারুল আলম মাসুম আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করছে। মেয়র প্রার্থী রেজাউল করিমের প্রচারণা উপলক্ষে আমাদের কর্মীরা জমায়েত হলে মাসুমের অনুসারীরা আমাদের উপর হামলা করে। এতে আমাদের কর্মী মোজাম্মেল হোসেন সোহাগ, মাহমুদ ও শাহীন আহত হন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে যে হামলা শুরু করেছে তার ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। 

হামলার বিষয়ে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম বলেন, জানি না আমি জানি না এসব। 

এদিকে দুই গ্রুপের সংঘর্ষের কারণে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী তার পূর্ব নির্ধারিত শিডিউল বাতিল করেছে বলে জানা গেছে। 

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বলেন, বেলাল আর মাসুম গ্রুপের মধ্যে ঝামেলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, লালখান বাজার এলাকায় মারামারি হওয়ার ঘটনায় ছয় জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতরা হলেন, মাইনুদ্দীন হানিফ (৪০), নওশাদ রহমান (২০), মাহবুবুর রহমান (৬০), আসিফ (২১), জুয়েল (১৮) ও ইমন (২১)। তারা চমেকের ২৪নং ওয়ার্ডে ভর্তি আছে বলে জানান তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত