চসিক নির্বাচন: ৯ দিনে ১৮ অভিযোগ, বাড়ছে শঙ্কা-উত্তাপ
চসিক নির্বাচন: ৯ দিনে ১৮ অভিযোগ, বাড়ছে শঙ্কা-উত্তাপ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। নগরীতেই দিন-রাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী- রাজপথের বিরোধী দল বিএনপি একের পর এক অভিযোগ নিয়ে রিটার্নিং কার্যালয়ে যাচ্ছে।
বিএনপির অভিযোগের পাল্লা অনেক বেশি। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের পরিমাণও বাড়ছে। এ নিয়ে গত আটদিনে অন্তত ১৮টি অভিযোগ জমা পড়েছে রিটার্নিং কার্যালয়ে।
বিধি লঙ্ঘনের অভিযোগগুলো সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে একে ঘিরে নগরে বাড়ছে সহিংসতা। প্রচারণা শুরুর পর থেকে সংঘর্ষে জড়াচ্ছেন প্রার্থীর কর্মী-সমর্থকরা। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) দেওয়ান বাজার এলাকায় গত ৮ জানুয়ারি নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর রহমান রোহিত (২০) নামের এক ছাত্রলীগের কর্মী মারা গেছেন।
নির্বাচনী প্রচারণার শুরু থেকে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে গত মঙ্গলবার পাঠানটুলীতে আওয়ামী লীগ সমর্থিত এবং আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে একজন মারা গেছেন। এর আগে গত সোমবার বাকলিয়ার বাস্তুহারা ও চান্দগাঁও থানার বারইপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের মধ্যে। বিএনপির কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ অবস্থায় আতংক ছড়িয়ে পড়ছে সাধারণ ভোটারদের মাঝে।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, প্রচারণা শুরু থেকে এখন পর্যন্ত ১৮টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৫টি অভিযোগ সমাধান করা হয়েছে। তবে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগ দায়ের করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন। শাহাদাতের পক্ষে চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ এই অভিযোগ দায়ের করেন।
ডা. শাহাদাতের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ দায়ের করেছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার পক্ষে নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের এই অভিযোগ দায়ের করেন। এছাড়া কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় হামলা, ভয়-ভীতি প্রদর্শন ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ রয়েছে।
সরেজমিন নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঘুরে জানা গেছে, একাধিক ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের (আ.লীগের দলীয় প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী) মধ্যে দ্বন্দ্ব-উত্তেজনা বিরাজ করছে। বেশিরভাগ ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে তীব্র দ্বন্দ্ব রয়েছে। নগরীর ৪১ ওয়ার্ডের মধ্যে ৩৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
স্থানীয় জনগণ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, নগরীর ১ নম্বর পাহাড়তলি, ২ নম্বর জালালাবাদ, ৪ নম্বর চান্দগাঁও, ৯ নম্বর পাহাড়তলি, ১০ নম্বর কাট্টলি, ১২ নম্বর সরাইপাড়া, ১৪ নম্বর লালখানবাজার, ২৩ নম্বর পাঠানটুলি, ২৭ নম্বর উত্তর হালিশহর, ২৮ নম্বর মোগলটুলি, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি, ৩১ নম্বর আলকরণ, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে নগরজুড়ে আলোচিত হচ্ছে।
নির্বাচনে এসব ওয়ার্ডে সহিংসতা বাড়তে পারে। তাই এলাকার সাধারণ মানুষ শঙ্কিত। চসিক নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় সবধরনের প্রস্তুতি রয়েছে জানিয়েছেন নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, নগরজুড়ে চেকপোস্ট ও নজরদারি বাড়াতে বলা হয়েছে এবং নির্বাচনের আগ পর্যন্ত এ বিশেষ টহল চলবে। পুলিশের ‘মুভমেন্ট’ বাড়ানোর হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চসিক নির্বাচনে পূর্ব নির্ধারিত ৭৩৫টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চার হাজার ৮৮৬টি কক্ষে ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন ৭৩৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, চার হাজার ৮৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং নয় হাজার ৭৭২ পোলিং কর্মকর্তা।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`